TECHNICAL ANALYSIS
This article is made only for educational purpose, the materials given on this book have been given to you learn, if you are interested in learning then read this book only, if you trade at the given labels, then you must do your research and consult your financial advisor– Trading in stock market without knowledge can put you in trouble, so first learn and then come to stock market.
Type Of CandleStick Pattern
1.Morning star 2. Evening star 3 hanging man 4. Hammer 5.Inverted hammer 6. Shooting star 7.long legged Doji 8.Dragonfly doji 9.Gravestone doji 10. spinning top
CANDLESTICK PATTERN In Bengali
Morning star
মর্নিং ষ্টার প্যাটার্ন তিনটি ক্যান্ডল দ্বারা গঠিত একটি ট্রেডিং প ্যাটার্ন ,যা কোনো শেয়ার এর চার্ট এ দেখাগেলে শেয়ার দরের ঊর্দ্ধগতির সূচনা হয়। প্রথম ক্যান্ডেলটি দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডল ,দ্বিতীয় ক্যান্ডেলটি তুলনামূলক ছোট নিম্নমুখী ক্যান্ডল ,এবং তৃতীয় ক্যান্ডেলটি হবে দীর্ঘ উর্ধমুখী ক্যান্ডল যা প্রায় প্রথম ক্যান্ডল এর সমান বা অধিক হয়ে থাকে।
মর্নিং ষ্টার প্যাটার্ন কোনো শেয়ার এর চার্ট এ দেখা গেলে ,ওই শেয়ার এর দামের ঊর্ধ্বগতির সূচনা হয় অর্থাৎ ক্রেতার সংখ্যা বাড়তে থাকে
উদাহরন-
Evening star
ইভনিং ষ্টার হলো একটি চার্ট প্যাটার্ন যা কোনো চার্ট এ দেখা গেলে উর্ধমুখী প্রবণতার অবসান এবং নিম্ন মুখী প্রবণতার সৃষ্টি করে। প্যাটার্নটি মর্নিং ষ্টার এর বিপরীত।প্রথম ক্যান্ডলটি একটি দীর্ঘ উর্ধমুখী ক্যান্ডল , দ্বিতীয় ক্যান্ডেলটি হলো ছোট ক্যান্ডল ,তৃতীয় ক্যান্ডেলটি হয় একটি দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডল ।
প্রথম ক্যান্ডলটি একটি দীর্ঘ উর্ধমুখী ক্যান্ডল যা শক্তিশালী বোঝায় , দ্বিতীয় ক্যান্ডেলটি হলো ছোট ক্যান্ডল যা ক্রেতা ও বিক্রেতা উভয় এর চাপ কে বোঝায় ,তৃতীয় ক্যান্ডেলটি হয় একটি দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডল যা পুরোপুরি দূর্বলতার প্রকাশ ঘটায় এই ক্যান্ডলটি প্রথম ক্যান্ডেলটির প্রায় সমান বা প্রথম ক্যান্ডেলের লো কে ভেঙ্গে বন্দ করতে পারে।
এই প্যাটার্ন দেখা গেলে আগের ক্রেতা গণ প্রফিট বুক কোরেথাকে ,অন্য দিকে নিম্নমুখী প্রবণতার ট্রেডিং ও করা যেতে পারে।
উদাহরন-
Hanging man
হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক হল একটি প্রযুক্তিগত বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা আপট্রেন্ড থেকে সম্ভাব্য ডাউন ট্রেন্ড রিভার্সাল নির্দেশ করে। একটি ছোট বডি আপট্রেন্ডের শীর্ষে তৈরি হয় এবং একটি দীর্ঘ নিম্ন ছায়া থাকে, দীর্ঘ নিম্ন ছায়া নির্দেশ করে যে দিনের বেলা দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল কিন্তু মার্কেট বন্দ হবার আগে তা পুনরুদ্ধার হয়েছে এবং শুরুর দামের কাছাকাছি বন্ধ হয়েছে এবং একটি ছোট বাস্তব দেহ গঠন করেছে যা একটি ঝুলন্ত মানুষের মতো। এই প্যাটার্নটি একটি একক ক্যান্ডেল দিয়ে গঠিত হয়।
হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন নির্দেশ করে নিম্নমুখী প্রবণতার। তাই এই প্যাটার্ন চার্টে দেখাদিলে নিম্নমুখী প্রবণতার ট্রেডিং করা যেতে পারে । নীচে প্যাটার্ন গঠনের একটি ছবি দেওয়া হলো -
Hanging man
Hammer
হ্যামার প্যাটার্ন একটি ক্যান্ডেল দ্বারা গঠিত একটি রিভার্সাল প্যাটার্ন। সাধারণতঃ শেয়ার দরের পতনের পর চার্টের তলদেশে দেখা যায়। যা নির্দেশ দেয় নিন্মমুখী প্রবণতার শেষ ও দরের উর্ধমুখী প্রবণতার আরাম্ভ কে ।
একটি ছোট বডি ডাউনট্রেন্ড এর তলদেশে তৈরি হয় এবং একটি দীর্ঘ নিম্ন ছায়া থাকে, দীর্ঘ নিম্ন ছায়া নির্দেশ করে যে দিনের বেলা দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল কিন্তু মার্কেট বন্দ হবার আগে তা পুনরুদ্ধার হয়েছে এবং শুরুর দামের কাছাকাছি বন্ধ হয়েছে এবং একটি ছোট বাস্তব দেহ গঠন করেছে ।
হ্যামার প্যাটার্ন দেখাদিলে দরের শক্তিশালী ঊর্ধ্বমুখী যাত্ৰা শুরু হতে পারে। সুতারাং এইরকম প্যাটার্ন দেখা গেলে ,ঊর্ধ্বমুখী প্রবণতার ট্রেডিং করাযেতে পারে।
উদাহরণঃ
নোট:-তাহলে দাঁড়ালো হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার একই রকম দেখতে, পার্থক্য শুধু স্থান এর। অর্থাৎ উর্ধমুখী ট্রেন্ড এর অবসান ঘটায় হ্যাঙ্গিং ম্যান ও নিম্নমুখী ট্রেন্ড এর অবসান ঘটায় হ্যামার।
Inverted hammer
এটি একটি একক ক্যান্ডেল দ্বারা গঠিত প্যাটার্ন।যা নিম্নমুখী প্রবণতার অবসান ও উর্ধমুখী প্রবণতার সূচনা করে।ক্যান্ডেলটি নিম্নমুখী ওপেনিং প্রাইসের কাছাকাছি বন্ধ হয় ,তবে শরীরের দৈর্ঘ্য তার টেল এর দর্ঘ্যের চেয়ে কম হয় ।
ইনভার্টেড হ্যামার প্যাটার্ন শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতার সুচনা করে। তাই এই প্যাটার্ন দেখা গেলে ,ঊর্ধ্বমুখী প্রবণতার ট্রেডিং করা যেতে পারে।
উদাহরণঃ
Shooting star
শুটিংস্টার প্যাটার্ন হলো একটি প্যাটার্ন যা শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান ঘটায় ও চার্টে নিম্নমুখী প্রবণতার দরের সূচনা করে। এটি একক ক্যান্ডেল দ্বারা গঠিত একটা প্যাটার্ন ,ক্যান্ডেল টি অবিকল ইনভার্টেড হ্যামার এর মত দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডেল যা নিম্নমুখী ওপেনিং প্রাইসের কাছাকাছিই বন্ধ হয়। লেজ বা টেল টি বডি থাকে দীর্ঘ হয়।
শুটিংস্টার প্যাটার্ন দূর্বল নিম্নমুখী প্রবণতার সূচনা করে। তাই প্যাটার্নটি দেখাগেলে নিম্নমুখী প্রবণতার ট্রেডিং করা যেতে পারে ।
উদাহরণঃ
নোট: শ্যুটিংস্টার উর্ধমুখী চার্টের শীর্ষে দেখাযায় ,যেখান থেকে দর এর পতন শুরু হয়। অপরদিকে ইনভার্টেড হ্যামার চার্টের তলদেশে দেখতে পাওয়া যায় ,ক্যান্ডেলটি সম্পূর্ণ হলে চার্টে দরের উর্দ্ধ গতি শুরু হয়।
Long-legged doji
লম্বা পায়ের ডোজি হল একটি ক্যান্ডেলস্টিক যা উপরের এবং নীচের ছায়া নিয়ে গঠিত এবং খোলার এবং বন্ধের দাম প্রায় একই থাকে । প্যাটার্নটি সিদ্ধান্তহীনতা দেখায় অর্থাৎ শেয়ারের দর উর্ধমুখী বা নিম্নমুখী যে কোনোটাই হতে পারে ।
যদিও কিছু ব্যবসায়ী এই প্যাটার্নে কাজ করতে পারে, তবে অন্যরা দেখতে চায় লম্বা পায়ের ডোজির পরে দাম কী করে। সেই মতো সিদ্ধান্তু গ্রহণ করে ক্রয়ের বা বিক্রয়ের ।
Dragonfly doji
ড্রাগনফ্লাই ডোজি হলো একটি ক্যান্ডেল যার ওপেন হাই এবং ক্লোসিং প্রাইস প্রায় একই থাকে ,তবে লো প্রাইস বা লেজ বেশ খানিকটা নিচে থাকে।
ড্রাগনফ্লাই ডোজি প্যাটার্ন দেখা গেলে শেয়ারের দরের উর্ধমুখী যাত্রা শুরু হবার সম্ভাবনা থাকে। তাই এই প্যাটার্ন দেখাদিলে ঊর্ধ্বমুখী প্রবণতার ট্রেডিং করা যেতে পারে।
উদাহরণঃ
Gravestone doji
গ্রেভস্টোন ডোজি ঠিক বিপরীত ড্রাগনফ্লাই ডোজির। এই ক্যান্ডেলটির ওপেন লো এবং ক্লোসিং প্রাইস প্রায় একই জায়গায় হয় , ক্যান্ডেল তা দেখলে বুঝতে পারবেন দিনে অনেকটাই হাই করেছিল কিন্তু দিনের শেষে ওপেনিং প্রাইসের কাছে ক্লোসিং হয়েছে।
গ্রেভস্টোন ডোজি চার্টে দেখাগেলে শক্তিশালী নিম্নমুখী প্রবণতার সূচনা করে। তাই এই প্যাটার্ন দেখা গেলে নিম্নমুখী প্রবণতার ট্রেডিং করা যেতে পারে।
উদাহরণঃ
Spinning top
স্পিনিং টপ একটা ক্যান্ডেল যা দেখতে অনেকটা লং লেগ দোজির মতো ,তফাৎ শুধু বডিতে স্পিনিং টপ এর বডি তুলনামূলক একটু বড়ো হয় লং লেগ দোজির থেকে। এই ক্যান্ডেল দেখাদিলে উর্দ্ধমুখী বা নিম্নমুখী দরের অনিশ্চয়তা দেখা যায়। অতঃএব বলাযায় স্পিনিং টপ একটি নিরপেক্ষ প্যাটার্ন। এই প্যাটার্ন দেখা দিলে উর্ধমুখী বা নিম্নমুখী প্রবণতার কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাই না।
স্পিনিং টপ এর সাথে অনেকে মর্নিং ষ্টার ও ইভনিং ষ্টার কে গুলিয়ে ফেলতে পারেন। ভালোকরে তফাৎটি দেখে নেবেন । কারণ মর্নিং ষ্টার ও ইভনিং ষ্টার তিনটি ক্যান্ডেলের দ্বারা গঠিত প্যাটার্ন অন্য দিকে স্পিনিং টপ একটি ক্যান্ডেল দ্বারা বিচার করাহয়।
উদাহরণঃ